
নিশির অবকাশ ঘটে ,সকালের প্রথম কিরনে,
আজকের সকালটা যে সেজেছে নতুন এক বরন্যে।
ক্রমবর্ধমান এই জিবনে সবকিছুই যে হই গত,
সুখ দিয়ে জীবনটাকে সাজিয়ে দেই আজকের মত।
জিবনের একটি অধ্যায় সমাপ্ত হয়েছে গত রজনিতে,
সুখ দুঃখের,ভাললাগা ও ভালবাসার আরেকটি অধ্যায়
শুরু হয়েছে আজকের প্রভাতে।-nra
''জিবনের আদি কান্না দিয়ে,অন্ত জানিনা কি?
প্রার্থনা যেন হয় সুখ দিয়ে।
ভাল থাকি এবং...