Thursday, September 27, 2012
Monday, September 3, 2012
Sunday, September 2, 2012
আবেগি মন
Posted by Unknown
On 9:52 PM
| No comments
‘দৃষ্টির সিমানায়,
দেখেছি এক পরি।
আবেগি মনে তাকে
যে একটু স্পর্শ করি ।
সে যদি হয় দুনিয়াতে একা,
আল্লাহ যেন তার সাথে না হয় ধোকা।
শক্ত যেন থাকে তার ছায়া,
ধোয়া করি সবাই যেন তাকে করে মায়া।
যেন তার দিলে কেউ না দেয় জখম,
ভালো মানুষ চিনতে তাকে করিও সক্ষম।
যেন কেউ মুছে দেয় তার চোখের পানি
আর দুয়াতে তাকে স্মরণ রাখবো আমি।
দেখেছি এক পরি।
আবেগি মনে তাকে
যে একটু স্পর্শ করি ।
সে যদি হয় দুনিয়াতে একা,
আল্লাহ যেন তার সাথে না হয় ধোকা।
শক্ত যেন থাকে তার ছায়া,
ধোয়া করি সবাই যেন তাকে করে মায়া।
যেন তার দিলে কেউ না দেয় জখম,
ভালো মানুষ চিনতে তাকে করিও সক্ষম।
যেন কেউ মুছে দেয় তার চোখের পানি
আর দুয়াতে তাকে স্মরণ রাখবো আমি।
Subscribe to:
Posts (Atom)