Sunday, November 3, 2013

প্রতীক্ষা

Posted by Unknown On 2:11 AM | No comments
মায়ামায়া চোখে  তাকিয়ে থাকা --বাকশূন্য  মুর্তির বেশে দারিয়ে থাকা ।হাতে হাত রেখে কিছু পথ চলা---সেই ক্ষন প্রতিনিয়ত আস্ফালন করে বেড়ায়। অবুঝ এই মানবকে আপন বলে ভাবা,ম্লান হাঁসিতে সকল ভুল কে ক্ষমা করা--অগম পথ পাড়ি দেওয়া--এই বেলাও যে কেটে গেল প্রতীক্ষায় ...।। ...