Tuesday, December 10, 2013

Posted by Unknown On 3:06 AM | No comments
কিছু আওয়াজ আছে,যা শুনা যায়না । একটি কাহানী যা সহস্র বার চেষ্টা করে ও লিখা যায়না । নেত্র কোণে  এক রমণী ,যার ছবি আঁকা যায়না, যে বসে থাকে পাশে, থাকে বাক্যরহিতায় , কে আবার এত কষ্ট করবে  এক নতুন ললনাময়ী    রমণীর ভালবাসায় নিজেকে বিলিয়ে দেওয়া ,এত শক্তি যে আর নেই । তার চেয়ে বরং নিজেকে আড়াল করি এক কাল্পনিক কাহানীতে । তবে আসবো কোন এক প্রভাতে নৃত্যরত নবঘন সাজে। আসবো...

Monday, December 2, 2013

I'm a romantic

Posted by Unknown On 4:07 AM | No comments
Yes I'm a romantic,  But  we romantics are more sensitive to The way people feel. We love more, And we hurt more. When we're hurt,  We hurt for a long tim...