
"""সে যে লুকিয়ে থাকে আড়ালে,আজ যে প্রকাশিত হলো পরিপূর্ন ধারায়,রজনিতে কেন বিকশিত হয় নিরবে এই রহস্যময় সৃষ্টিতে,? নেই আমার জানা । সে যে লুকিয়ে থাকে ছদ্দবেশে,মায়াময় মিষ্টি সুবাস ছড়িয়ে বেড়ায় অতি দূরস্থিত এক পাড়ায়,আঁধার রাতে কেন অমোঘ চিত্রকর্মে ব্যক্ত হয় এই ক্ষীণ দৃষ্টিতে,?নেই আমার জানা ।সে যে লুকিয়ে থাকে উন্মুখ স্বপ্ন আশার খোলা আকাশে।নিয়ন বাতিতে এক স্পন্দরহিত সাদা...