Wednesday, June 25, 2014

" নেই আমার জানা "

Posted by Unknown On 10:35 PM | No comments
"""সে যে লুকিয়ে থাকে আড়ালে,
আজ যে প্রকাশিত হলো পরিপূর্ন ধারায়,
রজনিতে কেন বিকশিত হয় নিরবে এই রহস্যময় সৃষ্টিতে,? 
নেই আমার জানা । 
সে যে লুকিয়ে থাকে ছদ্দবেশে,
মায়াময় মিষ্টি সুবাস ছড়িয়ে বেড়ায় অতি দূরস্থিত এক পাড়ায়,
আঁধার রাতে কেন অমোঘ চিত্রকর্মে ব্যক্ত হয় এই ক্ষীণ দৃষ্টিতে,?
নেই আমার জানা ।
সে যে লুকিয়ে থাকে উন্মুখ স্বপ্ন আশার খোলা আকাশে।
নিয়ন বাতিতে এক স্পন্দরহিত সাদা কালো জীবনে রঙিন প্রদীপ জ্বালায় ,
নিশিতে সঙ্গোপনে কেন প্রস্ফুটিত হয় কোন এক ছন্দহীন কবির সান্নিধ্য হতে?
নেই আমার জানা ।""

Sunday, April 20, 2014

We need to do something first.
1. Plug in your pen drive
2. Press the (windows key + R), then type  cmd 
3. Command prompt will open then type your pen drive letter such as C: , D: , F: ,whatever your letter. in my case my pen drive letter is D:









4. Then type " del *.lnk " and hit Enter  (without double quotes)


5. Then type " attrib -s -r -h *.* /s /d /l " and hit Enter . (without double quotes)










Your work is finished refreshes your pendrive. After a minute you'll see that your short cut virus are gone...

Tuesday, April 1, 2014

"1001"

Posted by Unknown On 10:10 AM | No comments
হাজারো কবি হাজারো বার হাজারো কবিতা লিখেছে ঔ চাঁদ কে নিয়ে,
সুযোগ দাও হাজার এক বার কবিতা লিখতে তোমাকে নিয়ে ৷
হাজারো চিত্র শিল্পি রং তুলিতে হাজারো ছঁবি একেছে হাজারো নারিকে নিয়ে ,
সুযোগ দাও রং তুলিতে হাজার এক বার ছঁবি আঁকতে তোমাকে নিয়ে ৷

Sunday, January 19, 2014

আস্ফালন

Posted by Unknown On 10:28 AM | No comments
তোর একটুখানি পরশ এর আশায় 
দিনভর খুজে,তা না পাই । 
ক্লান্তি শেষে গৌধুলি আকাশে তাকায়
রক্তবর্নিত মেগ গুলোতে
তোর ছবি আকি ইশারাই ।
তোর শুন্যতা আমার দৃষ্টিরসীমানাতে
প্রতিনিয়ত আস্ফালন করে বেড়ায়। 
রাত্রির আপাতন বিষণ্ণতা নিয়ে, 
নির্ঘুম নিঃস্তব্দে সময় কাটে তুই পাশে না থাকায় ।
-------"bright angel".....""imiss us & i love us""
--------------------------------------