তোর একটুখানি পরশ এর আশায় 
দিনভর খুজে,তা না পাই । 
ক্লান্তি শেষে গৌধুলি আকাশে তাকায়
রক্তবর্নিত মেগ গুলোতে
তোর ছবি আকি ইশারাই ।
তোর শুন্যতা আমার দৃষ্টিরসীমানাতে
প্রতিনিয়ত আস্ফালন করে বেড়ায়।
রাত্রির আপাতন বিষণ্ণতা নিয়ে,
নির্ঘুম নিঃস্তব্দে সময় কাটে তুই পাশে না থাকায় । 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
0 comments:
Post a Comment